চট্টগ্রাম সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন ওয়ার্ডে ওয়ার্ডে পরিদর্শনের অংশ হিসেবে গতকাল ২০নং দেওয়ান বাজার ওয়ার্ড পরিদর্শন করেন। এ সময় তিনি পরিচ্ছন্নতা বিভাগের কর্মীদের হাজিরা যাচাই করেন। এ সময় চসিক মেয়র বলেন, ‘আমি প্রতিটি ওয়ার্ডে যাচ্ছি। শুধু চেহারা দেখা গেলে হবে না। আমি যদি রাস্তায় না পাই তাহলে ব্যবস্থা নেব। আমি যে কোনো মুহূর্তে আসব, রাস্তায় যদি ওই জায়গায় দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিকে না পাই তাহলে ওই মুহূর্তে চাকরি শেষ। আর ডিউটি ফুলটাইম করতে হবে। হাজিরা দিয়ে বাসায় চলে যাওয়া চলবে না, সেদিন শেষ। আমি শুনেছি যে আপনারা স্প্রে পরিচিত লোক দেখে দেখে মারেন। যারা পরিচিত তাদের বাসায় মারবেন, যারা অপরিচিত তাদের বাসায় মারবেন না, এটা হতে পারে না।
আপনারা সব জায়গায় মশার স্প্রে করবেন। তিনি আরও বলেন, আমি দেখতে পাচ্ছি, পরিচ্ছন্নতা কার্যক্রমে সমন্বয়ের অভাব পরিলক্ষিত হচ্ছে। পরিচ্ছন্নতা বিভাগের সুপারভাইজার এবং ওয়ার্ড সচিব ওয়ার্ড পর্যায়ের কার্যক্রম ও কর্মীদের উপস্থিতি তদারকি করবেন। দায়িত্বে অবহেলা করায় অনেকজনকে বদলি করা হয়েছে। প্রয়োজনে আরও বদলি, বরখাস্ত করা হবে। এ সময় উপস্থিত ছিলেন চসিকের প্রধান পরিচ্ছন্নতা কর্মকর্তা কমান্ডার লতিফুল হক কাজমি, ম্যালেরিয়া ও মশক নিয়ন্ত্রণ কর্মকর্তা মো. শরফুল ইসলাম মাহি, উপপ্রধান পরিচ্ছন্নতা কর্মকর্তা প্রণব কুমার শর্মা, মেয়রের একান্ত সহকারী মারুফুল হক চৌধুরী (মারুফ) প্রমুখ।