ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বহিরাগত যানবাহন চলাচল নিয়ন্ত্রণে ক্যাম্পাসের সাতটি প্রবেশপথে তল্লাশিচৌকি বসানো হয়েছে। সেখান দিয়ে বাইরের যানবাহন প্রবেশ সীমিত করা হয়েছে। এতে সাপ্তাহিক ছুটির দিন শুক্রবারে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যান চলাচল নিয়ন্ত্রণে থাকায় স্বস্তিতে শিক্ষার্থীরা।
গত বৃহস্পতিবার সন্ধ্যায় ক্যাম্পাস সংলগ্ন পলাশী মোড়ে নিরাপত্তা ও নজরদারি বক্স উদ্বোধন করা হয়। উদ্বোধনের পর গতকাল থেকেই ক্যাম্পাসের সাতটি প্রবেশপথে চলাচল সীমিত করার সিদ্ধান্ত কার্যকর করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তবে খোলা রাখা হয়েছে বকশীবাজার থেকে জগন্নাথ হল ক্রসিং হয়ে পলাশী দিয়ে বের হওয়ার রাস্তাটি।
এদিকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের এমন উদ্যোগের ফলে জরুরি পরিবহন, রোগী, বিশ্ববিদ্যালয়ের কোনো অতিথির গাড়ি বা বিশ্ববিদ্যালয়ের গাড়ি ছাড়া কেউ গাড়ি নিয়ে ক্যাম্পাসে ঢুকতে পারছেন না। ফলে যেখানে শুক্রবারে বহিরাগত যানবাহনের কারণে ক্যাম্পাসে যানজট এবং শিক্ষার্থীদের ভোগান্তিতে পড়তে হতো সেটি অনেকাংশে লাঘব হয়েছে বলে মন্তব্য শিক্ষার্থীদের। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন তারা।