আগামী ৬ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিত হতে যাওয়া ‘জাতীয় প্রার্থনা প্রাতরাশ’ অনুষ্ঠানে আমন্ত্রণ পেয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তবে মার্কিন সরকার ওই অনুষ্ঠানের সঙ্গে সম্পৃক্ত নয় এমন আলোচনার পর বিষয়টি নিয়ে ধোঁয়াশার সৃষ্টি হয়। বিষয়টি নিয়ে গতকাল বিবৃতি দিয়েছে বিএনপি। দলটির মিডিয়া সেলের পাঠানো বিবৃতিতে বলা হয়, ৬ ফেব্রুয়ারি ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠেয় ‘জাতীয় প্রার্থনা প্রাতরাশ’ অনুষ্ঠানে তারেক রহমানের আমন্ত্রণ জানানো হয়েছে। তবে ওই অনুষ্ঠানটি মার্কিন সরকার আয়োজন করে না। অনুষ্ঠানটি ১৯৫৩ সাল থেকে প্রতি বছর অনুষ্ঠিত হয়ে আসছে এবং এতে মার্কিন প্রেসিডেন্ট, সিনেটর, কংগ্রেস সদস্য, ব্যবসায়ী ও শতাধিক দেশের গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন।
বিবৃতিতে আরও বলা হয়, অনুষ্ঠানটি ‘জাতীয় প্রার্থনা প্রাতরাশ ফাউন্ডেশন’ আয়োজন করে থাকে, যেটি একটি নির্দলীয় সংস্থা ও রাজনৈতিক, সামাজিক এবং ব্যবসায়িক অভিজাতদের একত্রিত হওয়ার, দেখা করার, আলোচনা করার এবং একসঙ্গে প্রার্থনা করার জন্য একটি বিশেষ ফোরাম। এ ফাউন্ডেশন মার্কিন নীতিনির্ধারণে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বিশ্বশান্তি ও ভ্রাতৃত্ব প্রতিষ্ঠায় নিবেদিত একটি প্রতিষ্ঠান।