চট্টগ্রামে যৌন নিপীড়নের পৃথক ঘটনায় দুজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে উভয়কে ১ লাখ টাকা অর্থদণ্ড, অনাদায়ে এক বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে। গতকাল চট্টগ্রাম নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৭-এর বিচারক ফেরদৌস আরা পৃথক রায়ে এ আদেশ দেন। দণ্ডপ্রাপ্তরা হলো- কিশোরগঞ্জের অষ্টগ্রাম থানার দেওঘর এলাকার মাকসুদুর রহমান (২৮) ও নোয়াখালীর চরজব্বরের পূর্ব চরভাটা এলাকার জোবায়ের হোসেন (২৭)।
আদালত সূত্র জানায়, রায়ের সময় আসামি মাকসুদ উপস্থিত ছিলেন না। তার বিরুদ্ধে সাজা পরোয়ানামূলে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। অন্যদিকে আসামি জোবায়ের আদালতে উপস্থিত ছিলেন। তাকে কারাগারে পাঠানো হয়েছে।