রাজশাহী মহানগরীর বালিয়াপুকুর বড় বটতলা এলাকায় বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। শনিবার রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে। এতে ছুরিকাঘাতে চারজন আহত হয়েছেন। সংঘর্ষের সময় ফাঁকা গুলির ঘটনাও ঘটেছে।
আহত ব্যক্তিরা হলেন- ওই এলাকার শুভ (২৮), নির্ঝর (২৮), বিপ্লব (২৮) ও হিমেল (৩৫)। তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও স্থানীয়রা জানান, শনিবার সন্ধ্যার দিকে বালিয়াপুকুর এলাকায় ক্যারম খেলা হচ্ছিল। সেখানে কথা কাটাকাটির জেরে এ সংঘর্ষ সৃষ্টি হয়। এ সময় শুভ নামের এক যুবক হিমেলকে বলেন, তাদের কারণে এলাকায় অশান্তি হচ্ছে এবং তাদের নামে মামলা আছে। এ নিয়ে দুজনের মধ্যে কথা কাটাকাটি হয়। পরে হিমেল সেখানে লোকজন ডেকে আনেন। এরপর দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষে ছুরিকাঘাতে শুভ, হিমেলসহ চারজন আহত হন। এ সময় ফাঁকা গুলি ছোড়ার ঘটনাও ঘটে।