রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা ছাড়া রাখাইনে মানবিক করিডর দেওয়া থেকে সরকারকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন ভাসানী জনশক্তি পার্টির চেয়ারম্যান শেখ রফিকুল ইসলাম বাবলু। গতকাল বিবৃতিতে তিনি বলেন, এ বিষয়ে কোনো রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করা হয়নি যেটি আমাদের হতাশ করেছে।’
তিনি বলেন, ‘বিগত স্বৈরাচার সরকার একক সিদ্ধান্তে রোহিঙ্গাদের বাংলাদেশে আশ্রয় দেয় এবং বর্তমানে প্রায় ১৫ লাখ রোহিঙ্গা বাংলাদেশে বসবাস করছে। যে কারণে নিরাপত্তাসহ সামাজিক নানান সমস্যায় জর্জরিত বাংলাদেশ। ইতোমধ্যে আরও ১ লাখ ১৩ হাজার রোহিঙ্গা অনুপ্রবেশের কথা শোনা যাচ্ছে। এতে সমস্যা আরও বাড়বে বলে আমরা আশঙ্কা করছি।’