ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম পীর চরমোনাই বলেছেন, রাষ্ট্র পরিচালনায় দেশের সব নাগরিকের মতের প্রতিফলন এবং ভোটের ন্যায্যতা নিশ্চিত করতে হলে পিআর পদ্ধতিই সর্বোত্তম পদ্ধতি। গতকাল এক বিবৃতিতে তিনি এ কথা বলেন। পীর চরমোনাই বলেন, গণ অভ্যুত্থানের পরে দেশকে ভবিষ্যতে স্বৈরতন্ত্রের হাত থেকে রক্ষা করার জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশসহ দেশের অধিকাংশ রাজনৈতিক দল উভয় কক্ষে পিআর পদ্ধতির নির্বাচন আয়োজনের দাবি জানিয়ে আসছিল। সংস্কারবিষয়ক আলোচনার শেষ দিকে এসে উচ্চকক্ষে পিআর পদ্ধতিতে সদস্য মনোনয়নের সিদ্ধান্ত নেওয়ায় জাতির প্রত্যাশার আংশিক বাস্তবায়ন হয়েছে। বিএনপির মতো দলের তীব্র বিরোধিতা সত্ত্বেও এ সিদ্ধান্ত নেওয়ায় জাতীয় ঐকমত্য কমিশনের সদস্য এবং আলোচনায় অংশ নেওয়া রাজনৈতিক শক্তি ও ব্যক্তিদের ধন্যবাদ।