স্থানীয় সরকার (সিটি করপোরেশন) (দ্বিতীয় সংশোধনী) অধ্যাদেশ-২০২৫ খসড়ায় নীতিগতভাবে অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। গতকাল উপদেষ্টা পরিষদের বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। পরে মন্ত্রিপরিষদ বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘স্থানীয় সরকার (সিটি করপোরেশন) (দ্বিতীয় সংশোধনী) অধ্যাদেশ, ২০২৫’ এর খসড়া আইনসভা ও সংসদ বিষয়ক বিভাগের যাচাইবাছাইয়ের পর অনুমোদিত হয়েছে।