রাজধানীর যাত্রাবাড়ীর শহীদ ফারুক সড়কে অবস্থিত আই ফাউন্ডেশন অ্যান্ড ফ্যাকো সেন্টারে শ্রমিক দিবস উপলক্ষে বিনামূল্যে চক্ষু চিকিৎসাসেবা দেওয়া হয়েছে। গত বৃহস্পতিবার দিনব্যাপী দরিদ্র ও সুবিধাবঞ্চিত ১০৫ জন রোগীকে এই সেবা দেওয়া হয়। আই ফাউন্ডেশন অ্যান্ড ফ্যাকো সেন্টার ঢাকার পরিচালক অধ্যাপক ডা. ডজ এম ফারুক জানান, শ্রমিক দিবসসহ জাতীয় বিভিন্ন দিবসে আমরা ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করে আসছি। প্রতিষ্ঠানটির ঢাকার ব্যবস্থাপনা পরিচালক মো. শাহাবুদ্দিন আহমেদ জানান, গত ১৭ বছর ধরে আমরা চক্ষু রোগীদের চিকিৎসাসেবা দিয়ে আসছি। ৬০ থেকে ৭০ হাজার রোগী এই চিকিৎসাসেবা গ্রহণ করেছেন।
প্রতিদিন সকাল ৮টা থেকে রাত ১০টা পর্যন্ত অভিজ্ঞ চিকিৎসক দ্বারা সব শ্রেণি-পেশার মানুষের চক্ষু চিকিৎসাসেবা নিশ্চিত করা হচ্ছে। দরিদ্র মানুষের বিনামূল্যে চিকিৎসা এবং অপারেশনের ব্যবস্থা রয়েছে।