সপ্তাহের প্রথম দিনে ব্যাংক ও আর্থিক খাতের প্রভাবে বড় উত্থান হয়েছে শেয়ারবাজারে। গতকাল ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) মূল্যসূচক বেড়েছে। সেই সঙ্গে বেড়েছে লেনদেনের পরিমাণ।
দিনের লেনদেন শেষে ডিএসইতে দাম বেড়েছে ২০৫টি প্রতিষ্ঠানের শেয়ার। বিপরীতে দাম কমেছে ১৩৫টির। আর ৫৮টির দাম অপরিবর্তিত রয়েছে। তালিকাভুক্ত ৩৬টি ব্যাংকের মধ্যে ২৮টির শেয়ারের দাম বেড়েছে। বিপরীতে ৪টির শেয়ারের দাম কমেছে এবং ৪টির শেয়ারের দাম অপরিবর্তিত রয়েছে। আর্থিক খাতের ২৩টি প্রতিষ্ঠানের মধ্যে ১৪টির শেয়ারের দাম বেড়েছে। বিপরীতে ৪টির শেয়ারের দাম কমেছে এবং ৫টির দাম অপরিবর্তিত রয়েছে। এতে ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ৫১ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৪০১ পয়েন্টে দাঁড়িয়েছে। সবকটি মূল্যসূচক বাড়ার পাশাপাশি ডিএসইতে লেনদেন হয়েছে ৮০১ কোটি ৭১ লাখ টাকা। আগের কার্যদিবসে লেনদেন হয় ৭০৩ কোটি ২ লাখ টাকা। এ হিসাবে আগের কার্যদিবসের তুলনায় লেনদেন বেড়েছে ৯৮ কোটি ৬৯ লাখ টাকা। লেনদেনের শীর্ষে ছিল সিটি ব্যাংকের শেয়ার। কোম্পানিটির ৩৬ কোটি ৩৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। দ্বিতীয় স্থানে থাকা বাংলাদেশ শিপিং করপোরেশনের শেয়ার লেনদেন হয়েছে ২৭ কোটি ৪০ লাখ টাকার।
২৬ কোটি ৭৮ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে রয়েছে ওরিয়ন ইনফিউশন। সিএসইর সার্বিক মূল্যসূচক সিএএসপিআই বেড়েছে ১২৪ পয়েন্ট। বাজারটিতে লেনদেনে অংশ নেওয়া ১৭৩ প্রতিষ্ঠানের মধ্যে ৮৮টির দাম বেড়েছে। বিপরীতে দাম কমেছে ৬৪টির এবং ২১টির দাম অপরিবর্তিত রয়েছে। লেনদেন হয়েছে ১৩ কোটি ৬৬ লাখ টাকা। আগের কার্যদিবসে লেনদেন হয় ৪ কোটি ৬১ লাখ টাকা।