রাজধানীর গুলশান থানায় সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় গ্রেপ্তার বরিশালের মুলাদী পৌরসভার সাবেক মেয়র শফিকুজ্জামান রুবেলকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। গতকাল বিকালে শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম জশিতা ইসলামের আদালত আসামির জামিনের আবেদন নামঞ্জুর করে এ আদেশ দেন।
এ দিন আসামিকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা গুলশান জোনাল টিমের পুলিশ পরিদর্শক মো. মোজাম্মেল হক মামুন। আসামি পক্ষের আইনজীবীরা তার জামিন চেয়ে আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত এ আদেশ দেন। এর আগে বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টায় গুলশান থেকে ডিবি পুলিশ তাকে গ্রেপ্তার করে। মামলার বিবরণ সূত্রে জানা গেছে, ২২ এপ্রিল গুলশান থানাধীন গুলশান-১-এর ১৩৬ নম্বর রোডের জব্বার টাওয়ারের পাশে অজ্ঞাতনামা ৩০-৩৫ জন সমবেত হয়। ওই দিন সাড়ে ৭টায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ, আওয়ামী লীগসহ সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের দেশবিরোধী স্লোগান দিতে দেখা যায়। এ ঘটনায় ২২ এপ্রিল সন্ত্রাসবিরোধী আইনে মামলা করে পুলিশ।