রাজধানীর শ্যামলী নূর জামে মসজিদ উচ্ছেদের প্রতিবাদে মিছিল ও সমাবেশ করেছেন মসজিদের মুসল্লি ও এলাকাবাসী। এ সময় বক্তারা বলেন, ‘আমাদের এলাকায় নামাজ আদায় করার কোনো মসজিদ নেই। দীর্ঘ ২২ বছর ধরে এখানে অত্র এলাকার মুসল্লিরা পাঁচ ওয়াক্ত নামাজসহ জুমা ও দুই ঈদের নামাজ আদায় করে আসছি। আমরা বিভিন্ন সময়ে মসজিদের জায়গাটুকু সরকারি নিয়ম মেনে বরাদ্দের জন্য আবেদন করেছি। কিন্তু মসজিদকে বরাদ্দ না দিয়ে জায়গাটি অন্য সংস্থাকে বরাদ্দ দেওয়া হয়েছে। গত শনিবার আনসার বাহিনী এসে দাবি করছে এ জমি তাদের। এ বিষয়ে হাই কোর্টের নির্দেশ আছে জানানো সত্ত্বেও তারা জোরপূর্বক দেয়াল দিতে চেয়েছে। আমাদের শরীরে একবিন্দু রক্ত থাকতে মসজিদের জায়গা আমরা ছাড় দেব না।’
গতকাল মিছিল-পূর্ববর্তী সমাবেশে বক্তব্য রাখেন মসজিদ কমিটির সভাপতি এ বি এম মোজহারুল করিম, বিএনপির ২৮ নম্বর ওয়ার্ডের সভাপতি মিজানুর রহমান স্বপন, জামায়াতে ইসলামীর একই ওয়ার্ডের সভাপতি ছগীর আহমেদ, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শেরেবাংলা নগর থানার সংগঠক হামিদুর রহমান, অ্যাডভোকেট আফতাব উদ্দিন জসীম প্রমুখ।