বিএনপির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু বলেছেন, বিএনপির ইতিহাস হচ্ছে সংগ্রামের, গণতন্ত্রের, স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার ইতিহাস। খালেদা জিয়াকে বিগত সময়ে অন্যায়ভাবে নির্যাতন করা হয়েছিল, অন্যায়ভাবে জেলখানায় রাখা হয়েছে তারপরও বাংলাদেশের গণতন্ত্রের স্বার্থে আপস করেননি তিনি। জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে মুক্তি লাভ করেছেন। তারেক রহমান মামলা, জুলুম, অত্যাচারকে মাথায় রেখে বিএনপিকে সংগঠিত করেছেন। আজকের বিএনপি অতীতের অন্য সময়ের চেয়ে অনেক শক্তিশালী। মহান মে দিবস উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের আয়োজনে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। তিনি বলেন, বিএনপির বর্তমান অবস্থা দেখে কিছু কিছু রাজনৈতিক দল নানান কথা বলছে। আমরা বিগত ১৬ বছর একটি গ্রহণযোগ্য, অবাধ, নিরপেক্ষ, প্রতিযোগিতামূলক নির্বাচনের জন্য আন্দোলন করেছি। নতুন নতুন অনেক লোক সবক দিচ্ছেন সংস্কার আগে নাকি নির্বাচন আগে। আমরা (বিএনপি) কখনো বলিনি সংস্কার মানি না।
এর আগে মহান মে দিবস উপলক্ষে লালমনিরহাট জেলা প্রশাসন, বিভিন্ন রাজনৈতিক দল, শ্রমিক সংগঠন বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা করেছে।