বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক উপমন্ত্রী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, গত ১৮ বছর যারা ক্ষমতায় ছিল, তারা লুটপাট ও শোষণ করে গেছে। নাটোরের সাধারণ মানুষের ভাগ্য পরিবর্তনে কাজ করেনি। আল্লাহ বাঁচিয়ে রাখলে নাটোরে ১৮ বছরে না হওয়া কাজ ছয় মাসের মধ্যে করব। গতকাল নাটোর সদর উপজেলার হয়বতপুর বহুমুখী উচ্চবিদ্যালয় অ্যান্ড কলেজে ডা. নাসির উদ্দিন তালুকদারের স্মরণে বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রদানের উদ্বোধনে তিনি এসব কথা বলেন। দুলু বলেন, অতীতে নাটোরের মানুষ তথা সারা দেশের মানুষ প্রকৃত চিকিৎসাসেবা পায়নি। আমাদের নেতা তারেক রহমানের ৩১ দফায় স্বাস্থ্যসেবার কথা বলা আছে। বিএনপি ক্ষমতায় গেলে চিকিৎসার অভাবে যাতে কেউ না মরে তা নিশ্চিত করা হবে।
এ সময় উপস্থিত ছিলেন নাটোর কোর্টের পিপি ও আইনজীবী সমিতির সভাপতি রুহুল আমিন তালুকদার টগর, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান শাহিন, সাইফুল ইসলাম আফতাব, কৃষক দলের সাবেক আহ্বায়ক মফিজুর রহমান, নাটোর সদর থানার সাবেক সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম, গামা স্মৃতিসংঘের সদস্য রাফিউল ইসলাম, হয়বতপুর উচ্চবিদ্যালয় ও কলেজ গভর্নিং বডির সভাপতি মাইনুল ইসলাম প্রমুখ।