রাডার স্থাপনের মাধ্যমে রংপুরে আবহাওয়ার তথ্য জানার নতুন দুয়ার খুলেছে। অবকাঠামো নির্মাণ ও রাডার স্থাপনের কাজ শেষ হয়েছে। আজ অনানুষ্ঠানিকভাবে এর পরীক্ষা করা হবে। ১১ মে আনুুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হবে। এর উদ্বোধন হলে আশপাশের ৪০০ কিলোমিটার পর্যন্ত আবহাওয়ার যাবতীয় তথ্য পাওয়া যাবে। খুলবে প্রাকৃতিক দুর্যোগসহ আবহাওয়ার তথ্য জানার নতুন দিগন্ত। আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, বাংলাদেশ ও জাপানের সহযোগী সংস্থা জাইকার অর্থায়নে রংপুরে নতুন রাডার স্টেশন স্থাপনের কাজ শুরু হয়েছে ২০২৩ সালে পয়লা এপ্রিল। আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, রংপুর অফিসে আগে একটি রাডার ছিল। ওই রাডারের ধারণক্ষমতা ছিল ৪০০ কিলোমিটার। ৪০০ কিলোমিটারের মধ্যে বৃষ্টিপাতের ধরন, ঘূর্ণিঝড়ের পূর্বাভাসসহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের পূর্বাভাস দিতে পারত ওই রাডারটি। রাডারটি নষ্ট হয়ে যাওয়ার পর নতুন একটি রাডার স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয় চার বছর আগে। এটিরও সীমা ৪০০ কিলোমিটার। দেড় শ কোটি টাকা ব্যয়ে এটি নির্মিত হয়েছে। এ রাডার চালু হলে উত্তরাঞ্চলের আবহাওয়ার তথ্য জানার নতুন দিগন্ত উন্মোচিত হবে। প্রাকৃতিক দুর্যোগের আগে যাবতীয় তথ্য দিতে পারবে এ রাডার।
রংপুর অফিসের আবহাওয়াবিদ মোস্তাফিজার রহমান জানান, অবকাঠোমো নির্মাণ ও রাডার স্থাপনের কাজ শেষ হয়েছে। এটি আজ অনানুষ্ঠানিকভাবে পরীক্ষা করা হবে। আগামী ১১ মে এর আনুষ্ঠানিক যাত্রা শুরু হবে।