ভারত থেকে পুশইন বন্ধে দেশটির সঙ্গে যোগাযোগ অব্যাহত রেখেছে বাংলাদেশ। এ বিষয়ে দিল্লিকে ঢাকা জানিয়েছে, এভাবে পুশইন করাটা ঠিক না। পাশাপাশি ভারত বাংলাদেশ সরকারকে দেশটিতে অবস্থানকারীদের একটি তালিকা দিয়েছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয় সেই তালিকা যাচাই করছে। গতকাল পররাষ্ট্র মন্ত্রণালয়ে ভারত থেকে পুশইন নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। আমরা সাধারণত পুশব্যাক করি না। তবে বিষয়টা হলো যারা ভারতীয় নাগরিক বলে প্রমাণিত হবে তাদের অবশ্যই ফেরত নিতে হবে।
পুশইন বন্ধে দিল্লিকে চিঠি দিয়েছে ঢাকা। এরপরও এটি থেমে নেই। সরকার এ বিষয়ে দিল্লির সঙ্গে যোগাযোগের চেষ্টা করছে কি না, এমন প্রশ্ন রাখা হয় পররাষ্ট্র উপদেষ্টার কাছে। জবাবে তিনি বলেন, দিল্লির সঙ্গে আমাদের যোগাযোগ অব্যাহত আছে এবং আমরা চেষ্টা করছি যাতে নিয়মের বাইরে যেন কিছু না ঘটে। দিল্লি এ বিষয়ে রেসপন্স করেছে কি না, জানতে চাইলে তৌহিদ হোসেন বলেন, তারা তাদের অবস্থান কিছুটা জানিয়েছে। আমরা আমাদের অবস্থান তাদের কাছে ব্যাখ্যা করেছি। এভাবে দেওয়াটা যে ঠিক না এটা আমরা তাদের বুঝিয়েছি এবং আমরা তাদের বলেছি আমাদের স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর (এসওপি) আছে, সেই প্রক্রিয়া অনুযায়ী আমরা যাব। তারা কিছু তালিকা দিয়েছে, আমরা সেই তালিকা স্বরাষ্ট্রের মাধ্যমে চেকআপ করছি।