বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, বিএনপি মনে করে অন্তর্বর্তী সরকার ড. ইউনূসের নেতৃত্বে সফল হবে। মানুষ তাদের পেছনে আছে। তিনি বলেন, প্রধান উপদেষ্টাকে যারা বিভিন্নভাবে বিতর্কিত করার চেষ্টা চালায়, এখনো সময় আছে তাদের লাগাম টেনে ধরার। রাজনীতিবিদ এবং রাজনৈতিক দলগুলোকে প্রতিপক্ষ বানানোর চেষ্টা করবেন না। গতকাল জাতীয় প্রেস ক্লাবে ‘অগ্নিসেনা সোশ্যাল ফাউন্ডেশন’ আয়োজিত ‘বর্তমান রাজনীতি ও জাতীয় সংসদ নির্বাচন’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের উদ্দেশে জাহিদ হোসেন বলেন, ‘আপনারা যা ইচ্ছা তা করছেন। মনে হচ্ছে, দেশটা আপনাদের পৈতৃক সম্পত্তি। বাংলাদেশের ভিতর দিয়ে কে যাবে আসবে আপনারা সিদ্ধান্ত নেবেন? মনে হচ্ছে জনগণের কোনো
দায় নেই। যেমনটা পতিত স্বৈরাচার সরকার করত। আপনারা এসব দায় প্রধান উপদেষ্টার ঘাড়ে চাপাচ্ছেন। ড. ইউনূসকে বিতর্কিত করতে উপদেষ্টা কাউন্সিলের অনেক সদস্য জড়িত।’ বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, ‘মনে রাখবেন কেউ ড. ইউনূস হওয়ার চেষ্টা করবেন না। ড. ইউনূস নিজের মুখ দিয়ে কিছু বলেননি।
তাঁর প্রেস সেক্রেটারি বলে, উপদেষ্টা বলে ও বিশেষ সহকারী বলে। কতক্ষণ পরে সেটি মুছে দেয়। মনে হচ্ছে, আমরা একটা মগের মুল্লুকের মধ্যে আছি। এটা তো হতে পারে না।’
জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) উদ্দেশ করে জাহিদ হোসেন বলেন, ‘আজকে কেন আন্দোলন হবে উপদেষ্টাদের বিরুদ্ধে। কারণ আপনারা আইন আদালতকে বিশ্বাস করেন না। আইন আদালত যখন আপনাদের পক্ষে থাকে তখন খুশি। আর যখন বিপক্ষে যায়, তখন ফেসবুকে স্ট্যাটাস দেন। এটা কী! এগুলো তো শেখ হাসিনার মানসিকতা। সব সময় আন্দোলন সংগ্রামে ছাত্র-জনতা মাঠে থাকে। পরে দেশের জনগণ সিদ্ধান্ত নেয়, কাদেরকে দেশ পরিচালনার দায়িত্ব দেবেন। এখানে এটা উল্টো হয়েছে। আপনারা সব কৃতিত্ব নিজেদের দাবি করেন। অন্য সবাইকে আপনারা অপমানিত করলেন।’
এনসিপিকে উদ্দেশ করে তিনি আরও বলেন, ‘বাংলাদেশ সেনাবাহিনী আমাদের গর্ব। জুলাই-আগস্টে তারা সেটি প্রমাণ করেছে। সেনাবাহিনীকে বিতর্কিত করতে গেলে নিজেরাই বিতর্কিত হয়ে যাবেন।’