বাংলাদেশের উন্নয়নের মূল চালিকাশক্তি বিশাল তরুণ জনগোষ্ঠী। একটি উৎপাদনশীল ও টেকসই অর্থনীতি গড়ে তুলতে এ তরুণদের দক্ষ মানবসম্পদে রূপান্তরের বিকল্প নেই। আর হাতে-কলমে উন্নত প্রশিক্ষণের মাধ্যমে দেশব্যাপী দক্ষ জনবল তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বসুন্ধরা টেকনিক্যাল ইনস্টিটিউট (বিটিআই)। প্রতিষ্ঠানটি থেকে প্রশিক্ষিতরা দেশবিদেশের বিভিন্ন শিল্প খাতে কর্মসংস্থান পাচ্ছেন। গতকাল কেরানীগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে ‘বাংলাদেশের প্রেক্ষাপটে কারিগরি শিক্ষার গুরুত্ব এবং কারিগরি শিক্ষার প্রসারে বসুন্ধরা টেকনিক্যাল ইনস্টিটিউট (বিটিআই)-এর ভূমিকা’ শীর্ষক সেমিনারে এসব কথা বলেন বক্তারা। সেমিনারে প্রধান অতিথি ছিলেন কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার রিনাত ফৌজিয়া। বিশেষ অতিথি ছিলেন বসুন্ধরা গ্রুপের সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর মেজর (অব.) মো. মহসিনুল করিম, বসুন্ধরা ফাউন্ডেশনের সিনিয়র জিএম এ কে এম নওশেরুল আলম, বসুন্ধরা টেকনিক্যাল ইনস্টিটিউটের অধ্যক্ষ কাজী মো. শওকত-উল ইসলাম। সভাপতিত্ব করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. জাকির হোসেন মোল্লা। মেজর (অব.) মো. মহসিনুল করিম তাঁর বক্তব্যে বলেন, ‘বসুন্ধরা গ্রুপ সামাজিক দায়বদ্ধতা থেকে দীর্ঘদিন ধরে কারিগরি শিক্ষার মান উন্নয়নে কাজ করছে। এর একটি সফল উদাহরণ হলো বিটিআই যা দেশব্যাপী দক্ষ জনবল তৈরি করছে।’ অধ্যক্ষ কাজী মো. শওকত-উল ইসলাম কারিগরি শিক্ষার বর্তমান অবস্থা, কর্মসংস্থানে এর অবদান এবং বিটিআইয়ের প্রশিক্ষণ কার্যক্রম ও সাফল্য তুলে ধরেন। এ কে এম নওশেরুল আলম বলেন, ‘আমাদের বিশাল তরুণ জনগোষ্ঠীকে যদি দক্ষতায় রূপান্তর করা না যায়, তবে তা আমাদের জন্য বোঝা হয়ে দাঁড়াবে। কারিগরি শিক্ষার মাধ্যমে এ তরুণদের দক্ষ মানবসম্পদে রূপান্তর করে আমরা একটি উৎপাদনশীল ও টেকসই অর্থনীতি গড়ে তুলতে পারি।’ সভাপতির বক্তব্যে মো. জাকির হোসেন মোল্লা বলেন, ‘কারিগরি শিক্ষা গ্রহণ করে শিক্ষার্থীরা সহজেই স্বাবলম্বী হতে পারে। এর মাধ্যমে দেশের অর্থনীতিতেও বড় ধরনের অবদান রাখা সম্ভব।’ সেমিনারে উপজেলার সব মাধ্যমিক স্কুলের প্রধান শিক্ষকরা উপস্থিত ছিলেন।
শিরোনাম
- আওয়ামী ক্যাডারদের প্রশিক্ষণ দেওয়া কে এই মেজর সাদিক?
- বন্ধু নির্বাচনে সতর্ক থাকা উচিত: তাসকিন
- সমাবেশ ঘিরে নেতাকর্মীদের উদ্দেশে ছাত্রদলের ৬ নির্দেশনা
- জুলাই বৈষম্যের বিরুদ্ধে তীব্র এক বিস্ফোরণ : ফারুকী
- বেনজীরের ডক্টরেট ডিগ্রি স্থগিত করল ঢাকা বিশ্ববিদ্যালয়
- প্রতিযোগীদের তুলনায় শুল্কহার কমায় স্বস্তিতে বাংলাদেশ : বিজিএমইএ সভাপতি
- ইনস্টাগ্রাম স্টোরিতে রহস্যময় পোস্ট, রাজনীতিতে নামছেন সালমান?
- ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়ার পথে কোনো বাধা দেখছি না : নজরুল ইসলাম
- ডেঙ্গুতে নতুন করে হাসপাতালে ভর্তি ১৩৮
- পূর্ব শত্রুতার জেরে রাজধানীতে বৃদ্ধা নারীকে পিটিয়ে হত্যা
- এনবিআর-বিআইডব্লিউটিএ’র টানাপোড়েন থাকবে না : নৌ উপদেষ্টা
- বিশ্বের রহস্যময় দেশ তুর্কমিনিস্তান খুলছে পর্যটকদের জন্য দ্বার
- সারাদেশে পুলিশের অভিযানে অস্ত্রসহ গ্রেফতার ১২৬১
- হেফাজতে ইসলামের সঙ্গে বিএনপির সৌজন্য সাক্ষাৎ
- ভারতীয় ফুটবলের নতুন কোচ খালিদ
- কলকাতায় ৮ দিনের রিমান্ডে বাংলাদেশি মডেল শান্তা
- মার্কিন শুল্ক চাপ সত্ত্বেও দক্ষিণ কোরিয়ার রপ্তানিতে রেকর্ড
- ২৭ নভেম্বর থেকে শুরু লঙ্কা প্রিমিয়ার লিগ
- শুল্ক কার্যকরের তারিখ পেছালেন ট্রাম্প
- ‘ফিলিস্তিনকে রাষ্ট্র স্বীকৃতি’ নিয়ে ইউরোপীয় দেশগুলোর উদ্যোগের প্রশংসায় এরদোয়ান
দক্ষ জনবল তৈরিতে ভূমিকা রাখছে বিটিআই
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর