জুলাই গণ অভ্যুত্থানে নিহত একমাত্র রোহিঙ্গা নূর মোস্তফা ‘জুলাই শহীদ’ স্বীকৃতি পেতে যাচ্ছেন। মিয়ানমার থেকে আসা রোহিঙ্গা পরিবারের সন্তান নূর মোস্তফার শহীদ স্বীকৃতি নিয়ে আইনি জটিলতা ছিল। অন্তর্বর্তী সরকার এ বিষয়ে কাজ শুরু করেছে। গতকাল তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলমের ফেসবুক পেজ থেকে এ তথ্য জানা যায়। ফেসবুক পেজে বলা হয়, উপদেষ্টা মাহফুজ আলম গত ২২ জুন উপদেষ্টা পরিষদের সভায় নূর মোস্তফার স্বীকৃতির জন্য প্রস্তাব উপস্থাপন করেন। গণ অভ্যুত্থান অধিদপ্তর থেকে নূর মোস্তফার স্বীকৃতির কাজ চলমান। শিগগিরই প্রজ্ঞাপন জারি হবে।গত ৫ আগস্ট কক্সবাজারের ঈদগাঁও থানার সামনে গুলিবিদ্ধ হন নূর মোস্তফা। পরদিন দুপুরে হাসপাতালে মারা যান তিনি।
তার বাবা শফিউল আলম, মা নূর বেগম। নূর মোস্তফার মা-বাবা ১৯৯২ সালে মিয়ানমার থেকে বাংলাদেশে আশ্রয় নেন এবং ঈদগাঁও এলাকায় স্থায়ীভাবে বসবাস শুরু করেন। নূর মোস্তফার জন্ম ও শিক্ষাজীবন বাংলাদেশে হলেও মা-বাবার জাতীয় পরিচয়পত্র না থাকায় তার নাম জুলাই শহীদের রাষ্ট্রীয় তালিকায় অন্তর্ভুক্ত করা হয়নি। তার পরিবার কোনো রাষ্ট্রীয় স্বীকৃতি বা সহায়তা পায়নি।