মাছ প্রতীকে নির্বাচন কমিশনের নিবন্ধিত দল গণফ্রন্টের কার্যকরী চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন দলের সিনিয়র প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট আজমল হোসেন। গতকাল রাজধানীতে দলের কেন্দ্রীয় কার্যালয়ে স্থায়ী কমিটির সভায় দলীয় গঠনতন্ত্র অনুযায়ী সর্বসম্মতিক্রমে তিনি এই পদে নির্বাচিত হন। সভায় সভাপতিত্ব করেন গণফ্রন্টের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ব্যারিস্টার মো. আকমল হোসেন। উপস্থিত ছিলেন দলের মহাসচিব আহমেদ আলী শেখ, প্রেসিডিয়াম সদস্য কনিকা মাহফুজ আরা, সামসুল আলম ভুইয়া, ফেরদৌস আহমেদ, উম্মে সালমা জাহিদ, উম্মে কুলসুম প্রমুখ।