বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের সদস্য ড. আফরোজা বিলকিস বলেন, ব্যবসা ক্ষেত্রে সুষ্ঠু প্রতিযোগিতা চর্চা নিশ্চিতের লক্ষ্যে সরকার ২০১২ সালে ‘বাংলাদেশ কম্পিটিশন অ্যাক্ট’ প্রণয়ন করে এবং এ আইন বাস্তবায়নের জন্য ২০১৬ সালে বাংলাদেশ প্রতিযোগিতা কমিশন গঠন করে। আইনের মূল উদ্দেশ্য হচ্ছে দেশে বাজার পরিস্থিতি স্বাভাবিক রাখা, খাদ্যপণ্যের সরবরাহ নির্বিঘ্ন করা, কৃত্রিম সংকট তৈরি করতে না পারা ও কারসাজির মাধ্যমে যাতে কেউ দ্রব্যমূল্য বাড়াতে না পারে, সে জন্য আইনটি তৈরি করা হয়েছে। বাজারে অবৈধ যোগসাজশ রোধ করে সব প্রতিষ্ঠানের সুষ্ঠু প্রতিযোগিতার মাধ্যমে ভোক্তা স্বার্থ সংরক্ষণ করা প্রতিযোগিতা কমিশনের অন্যতম প্রধান লক্ষ্য। গতকাল দুপুরে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের কনফারেন্স হলে বাংলাদেশ প্রতিযোগিতা কমিশন ও দ্য চিটাগাং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির আয়োজনে ‘প্রতিযোগিতা আইন-২০১২ এবং বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের কার্যাবলি বিষয়ক অবহিতকরণ’ শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। চিটাগাং চেম্বার প্রশাসক মুহাম্মদ আনোয়ার পাশার সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের পরিচালক বিমলেন্দু ভৌমিক, চট্টগ্রাম কাস্টমস এজেন্টস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. শওকত আলী, চট্টগ্রাম মেট্রোপলিটন চেম্বারের পরিচালক মো. সোলায়মান, উইম্যান চেম্বারের পরিচালক আমিনা শাহিন, কর্ণফুলী শিপ বিল্ডার্স লি.-এর নির্বাহী পরিচালক মিজানুর রহমান মিজান, বিএসআরএমের সঞ্জয় কমুার ঘোষ ও মো. ইসমাইল প্রমুখ।