অক্টোবর-নভেম্বরের মধ্যেই দেশে আসছেন তারেক রহমান এমন বার্তা দিয়ে বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, রাজনীতিতে ত্যাগ স্বীকার করতে হবে। আমরা যদি অপরাধ ও দুর্নীতি নিয়ন্ত্রণ করতে না পারি, তাহলে হাসিনা যে কাজগুলো করেছেন অনেকে তখন বলবে এ কাজ তো বিএনপি করতে পারে না। তাই পকেটস্থ করার রাজনীতি পরিহার করতে হবে, না হলে বিএনপি থেকে বিদায় নিতে হবে।
গতকাল দুপুরে লক্ষ্মীপুরের কমলনগর উপজেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে হাজিরহাট ইউনিয়ন পরিষদের সামনে উদ্বোধনী বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ্যানি বলেন, এবার তারেক রহমান খুবই কঠোর এবং কঠিন। এজন্য তিনি ১৮০ দিনের প্ল্যান নিয়েছেন। ৩৬৫ দিনের প্ল্যান নিচ্ছেন। দেশে ফেরার আগে দুর্নীতি বন্ধ করার ক্ষেত্রে কী উদ্যোগ গ্রহণ করতে হবে, সাধারণ মানুষের নিরাপত্তার ব্যবস্থা নিয়ে তিনি প্ল্যান করছেন। তারেক রহমান আগামী নির্বাচনে জনগণের সমর্থন নিয়ে বিএনপির নেতৃত্বে দেশ পরিচালনার প্ল্যান তৈরি করছেন। সম্মেলনে কমলনগর উপজেলা বিএনপির আহ্বায়ক গোলাম কাদেরের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামীম এবং প্রধান বক্তা ছিলেন বিএনপির সহ-শিল্প ও বাণিজ্যবিষয়ক সম্পাদক এ বি এম আশরাফ উদ্দিন নিজান।