সরকারি কাজে বাধাপ্রদান ও বেআইনি সমাবেশের অভিযোগে পল্টন থানার নাশকতার মামলায় সাজাপ্রাপ্ত জাতীয়তাবাদী কৃষক দলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুলের জামিন মঞ্জুর করেছেন আদালত। গতকাল শুনানি শেষে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক ইব্রাহিম মিয়ার আদালত এ আদেশ দেন। ২০২৩ সালে এ মামলায় তার সাড়ে তিন বছরের সাজা হয়।
এর আগে ১৮ আগস্ট বাবুল মামলায় আপিলের শর্তে আদালতে আত্মসমর্পণ করে জামিন চান। শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম সাইফুজ্জামান জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।