চট্টগ্রামের আনোয়ারা উপজেলার জুইদন্ডী এলাকায় রাতের আঁধারে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল ও বিভিন্ন স্লোগান দেওয়ার ঘটনায় দলটির সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ, সাবেক অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিকা আয়েশা খানসহ ৬৮ জনের নাম উল্লেখ এবং আরও ৬০-৭০ জনকে অজ্ঞাত আসামি করে একটি মামলা হয়েছে। গতকাল আনোয়ারা থানার এসআই আবুল বাশার বাদী হয়ে মামলাটি করেন। এর আগে ১৬ অক্টোবর রাতে উপজেলার জুইদন্ডী ইউনিয়নের চৌমুহনী বাজার এলাকায় মিছিল করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যুব লীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা।এ ঘটনায় ইতোমধ্যে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলমান রয়েছে বলে জানান আনোয়ারা থানার ওসি মনির হোসেন।
মামলার উল্লেখযোগ্য আসামিরা হলেন-সাবেক ভূমিমন্ত্রীর ছোট ভাই আনিসুজ্জামান চৌধুরী রনি, জাবেদের পিএস রিদওয়ানুল করিম চৌধুরী সায়েম, বারশত ইউপির সাবেক চেয়ারম্যান এম এ কাইয়ুম শাহ, যুবলীগ নেতা রেজাউল করিম আনিস, সদর ইউপির সাবেক চেয়ারম্যান অসীম কুমার দেব, রায়পুরের সাবেক চেয়ারম্যান আমিন শরীফ, জুইদন্ডীর সাবেক চেয়ারম্যান মাস্টার মো. ইদ্রিচ, চাতরীর সাবেক চেয়ারম্যান ইয়াছিন হিরু, সাবেক উপজেলা চেয়ারম্যান কাজী মোজাম্মেল হক, মহসিন আলম, কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি নজরুল ইসলাম, আওয়ামী লীগ নেতা বোরহান উদ্দিন চৌধুরী মুরাদ প্রমুখ।