বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উদ্ধৃতি দিয়ে বলেছেন, ‘পৃথিবীর অনেক দেশেই পিআর পদ্ধতি আছে। কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে এটা সম্ভব নয়। এ মুহূর্তে আমরা যদি সেই পিআর পদ্ধতিতে নির্বাচনে যাই তাহলে নিজেদের মধ্যে একটি বড় ধরনের বিভেদ-বিভাজন তৈরি হবে। ফ্যাসিস্টরা এখানে বড় সুযোগ পেয়ে যাবে।’
গতকাল দুপুরে লক্ষ্মীপুর সদর উপজেলার দত্তপাড়া ইউনিয়ন বিএনপির প্রতিনিধি নির্বাচনের ভোট গ্রহণ পরিদর্শনকালে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। দত্তপাড়া ইউনিয়নের পূর্ব সৈয়দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়প্রাঙ্গণে এর আয়োজন করা হয়।
এ্যানি আরও বলেন, ‘ফ্যাসিস্ট আওয়ামী লীগ, যারা সরাসরি আপনাকে আমাকে আঘাত করেছে, দেশটা ধ্বংস করে দিয়েছে, দেশের রাজনৈতিক ও সামাজিক ব্যবস্থা ধ্বংস করে দিয়েছে তারা পিআর পদ্ধতিতে সুযোগ পাবে। যে কাজগুলো আমরা করতে পারি নাই, প্রশাসনকে যারা জিম্মি করেছিল, ধ্বংস করে দিয়েছিল, তাদের কোনোভাবেই সে সুযোগ দেওয়া যাবে না। তাদের বিচারটা আগে করতে হবে।’