রাজধানীর যাত্রাবাড়ী ফ্লাইওভারে বেপরোয়া গতির বাসের ধাক্কায় নিহত হয়েছেন মোটরবাইকের আরোহী এক অন্তঃসত্ত্বা নারী। তাঁর নাম মেহেরুন্নেসা ঝুমি (২২)। তিনি আট মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। দুর্ঘটনায় তাঁর স্বামী মুসা কালিমুল্লাহ (২৬) এবং অন্য বাইকের আরোহী রানা (২৫) আহত হয়েছেন। রানার অবস্থা আশঙ্কাজনক। স্থানীয়রা মঞ্জিল পরিবহনের বাসটি আটক করেছে।
গতকাল বেলা ১১টায় এ দুর্ঘটনা ঘটে। গুরুতর অবস্থায় তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মেহেরুন্নেসাকে মৃত ঘোষণা করেন। কালিমুল্লাহ বলেন, ‘স্ত্রীকে ডাক্তার দেখানোর জন্য আদ-দ্বীন হাসপাতালে যাচ্ছিলাম। পেছন থেকে দ্রুতগতির মঞ্জিল পরিবহনের বাসটি আমাদের এবং আরেকটি মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে আমার স্ত্রী ছিটকে পড়ে। আমিও আহত হই। অন্য বাইকের রানাও গুরুতর আহত হন।’ জানা গেছে, কালিমুল্লাহ-মেহেরুন দম্পতির চার বছরের একটি কন্যাসন্তান আছে। তারা যাত্রাবাড়ীর মাতুয়াইল মুসলিমনগরে ভাড়া থাকতেন। তাঁদের গ্রামের বাড়ি চাঁদপুরের কচুয়া উপজেলার ঘাগড়া। আহত রানার বাড়ি মাদারীপুরের শিবচরের বাইরের কান্দি গ্রামে। তিনি রাজধানীর কদমতলীতে বাস করেন। ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ ফারুক জানান, লাশ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনাটি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।