বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে আওয়ামী লীগ সরকারের পতন হয়। জুলাই গণ অভ্যুত্থানে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে গত এক বছরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলায় হত্যা ও হত্যাচেষ্টাসহ এক বছরে রংপুরে মামলা হয়েছে ৪০টি। এসব মামলায় অজ্ঞাতনামা সাড়ে ৮ হাজারের বেশি আসামি করা হয়েছে। গ্রেপ্তার হয়ে কারাগারের রয়েছেন ২ শতাধিক। এর মধ্যে আওয়ামী লীগ নেতা-কর্মী, পুলিশ, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারী, আইনজীবী রয়েছেন।
তবে প্রায় প্রতিটি মামলা থেকে ১০ থেকে ৫০ জনকে এফিডেভিট করে আসামির নাম বাদ দিয়েছেন মামলার বাদী। এসব এফিডেভিটের লাখ লাখ টাকার বাণিজ্যের অভিযোগ রয়েছে।
এদিকে কোটা সংস্কার আন্দোলন চলাকালীন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাঈদের মৃত্যুর ঘটনায় দুটি মামলা হয়েছে। একটি মামলা করা হয়েছে পুলিশের পক্ষ থেকে, অন্যটি করা হয়েছে তার পরিবারের পক্ষ থেকে। দুটি মামলাই হয়েছে তাজহাট থানায়।