চট্টগ্রামের আনোয়ারায় বসত বাড়িতে অভিযান চালিয়ে ১ লাখ পিস ইয়াবা উদ্ধার করেছে র্যাব। এ সময় মাদক কারবারের অভিযোগে মনোয়ারা বেগম (৪৩) নামের এক নারীকে আটক করা হয়। বৃহস্পতিবার রাতে উপজেলার দক্ষিণ পরুয়াপাড়ার আনোয়ার মাঝির বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
র্যাব-৭ -এর সিনিয়র সহকারী পরিচালক (গণমাধ্যম) এ আর এম মোজাফফর হোসেন গতকাল জানান, আটক নারী ও তার পরিবারের সদস্যরা মিয়ানমার সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে চট্টগ্রামে বিক্রি করতেন। পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য আটক মনোয়ারা বেগমকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।