বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, আগামী ফেব্রুয়ারি মাসেই সংসদ নির্বাচন হবে। গতকাল প্রধান উপদেষ্টা পরিষ্কার বলে দিয়েছেন উনি ফেব্রুয়ারিতে নির্বাচন করবেন। বিএনপির দায়িত্ব সারা বাংলাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি সুষ্ঠু ও স্বাভাবিক বজায় রাখা। যাতে সুষ্ঠু নির্বাচন হয়। গতকাল বিকালে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শহরের ইসলামিয়া কলেজ মাঠে বিএনপির র্যালি পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন। তিনি বলেন, আজ থেকে বিএনপির কোনো নেতা-কর্মী পাড়া-মহল্লায় কোনো ধরনের সংঘর্ষ জড়াতে পারবে না। যদি নির্বাচন চাও তবে কোনো পাড়া-মহল্লায় সংঘর্ষ জড়াবে না। প্রত্যেক পাড়া-মহল্লা এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে হবে। এটাই নেতা-কর্মীদের আজ শপথ নিতে হবে। জেলা বিএনপির সভাপতি রুমানা মাহমুদের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, যুগ্ম সম্পাদক শ্রী অমরকৃষ্ণ দাস, ভিপি শামীম প্রমুখ।