বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর হাবিবুর রহমানকে নামিবিয়া যাওয়ার পথে গত রবিবার হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে আটকে দেয় ইমিগ্রেশন কর্তৃপক্ষ। বিষয়টি নিশ্চিত করেছেন পুলিশের স্পেশাল ব্রাঞ্চেরই একজন কর্মকর্তা। ইমিগ্রেশন সূত্র জানায়, রবিবার বিকাল ৫টার ফ্লাইটে অফিশিয়াল কর্মসূচিতে অংশ নিতে নামিবিয়া যাওয়ার কথা ছিল ডেপুটি গভর্নর হাবিবুর রহমানের। অনুষ্ঠানে তিনিসহ কেন্দ্রীয় ব্যাংকের ১১ জন কর্মকর্তা আমন্ত্রিত ছিলেন। বাকি ১০ জন যেতে পারলেও তাকে ফেরত পাঠানো হয়।
ডেপুটি গভর্নর হাবিবুর রহমান ইমিগ্রেশন সম্পন্ন করে বিমানে ওঠার অপেক্ষায় ছিলেন। ওই সময় একটি গোয়েন্দা সংস্থার সদস্যরা তাঁর বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) তদন্ত চলমান থাকার বিষয়টি অবগত করেন ইমিগ্রেশন কর্তৃপক্ষকে। পরে আটকে দেওয়া হয় তাঁর বিদেশযাত্রা।