বিএনপির কেন্দ্রীয় নেতা অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, যত দিন বাংলাদেশ থাকবে, বাংলা ভাষা থাকবে, স্বাধীনতা সার্বভৌমত্ব থাকবে তত দিন কেউ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বিএনপি, খালেদা জিয়ার বিএনপি, তারেক রহমানের বিএনপিকে ভাঙতে পারবে না। দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাটোর জেলা বিএনপির জনসমাবেশে দুলু এসব কথা বলেন। এতে সভাপতিত্ব করেন রহিম নেওয়াজ।
সভাপতিত্বে ও সদস্যসচিব আসাদুজ্জামান আসাদের সঞ্চালনায় জনসমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য সাবেক এমপি অধ্যাপক কাজী গোলাম মোর্শেদ। গতকাল বেলা সাড়ে ১১টার দিকে শহরের কানাইখালীতে নাটোর প্রেস ক্লাবের সামনে আয়োজিত জনসমাবেশে অন্যান্যের মধ্যে আরও বক্তব্য দেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবদুল আজিজ, যুগ্ম আহ্বায়ক জিল্লুর রহমান খান বাবুল চৌধুরী, মোস্তাফিজুর রহমান শাহিন, সাইফুল ইসলাম আফতাব, দাউদার মাহমুদ, জেলা যুবদল সভাপতি এ হাই তালুকদার ডালিম, জেলা ছাত্রদল সভাপতি কামরুল ইসলাম প্রমুখ।