বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন, অন্তর্বর্তী সরকার গণ অভ্যুত্থানের আকাক্সক্ষা ধারণ করতে পারেনি। এক বছর ধরে তারা গণ অভ্যুত্থানের বৈষম্যবিরোধী চেতনার বিপরীতেই হেঁটেছেন। তাই মানুষের আশা আবারও হতাশায় নিমজ্জিত হতে শুরু করেছে। গত এক বছরে বৈষম্য, দারিদ্র্য ও বেকারত্ব আরও বৃদ্ধি পেয়েছে। তিনি গতকাল বিকালে নারায়ণগঞ্জ শহীদ মিনারে তার দলের আয়োজিত জুলাই গণ অভ্যুত্থানে শহীদ স্মরণ সমাবেশে প্রধান অতিথির বক্তৃতা করছিলেন। পার্টির জেলা কমিটির সভাপতি মাহমুদ হোসেনের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তৃতা করেন পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য বহ্নিশিখা জামালী ও আনছার আলী দুলাল, কেন্দ্রীয় কমিটির সদস্য শহীদুল আলম নান্নু, সাইফুল ইসলাম, রাশিদা বেগম, মীর রেজাউল আলম, জুলাই যোদ্ধা সাবেক ছাত্রনেতা রাশেদুল ইসলাম রাসেল, অ্যাডভোকেট ফায়েজুর রহমান মনির, নারায়ণগঞ্জ জেলা কমিটির সদস্য সুমন হাওলাদার, আইয়ুব আলী প্রমুখ।
সভার শুরুতে জুলাই শহীদদের স্মরণে এক মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন করা হয়।
সাইফুল হক বলেন- পতিত ফ্যাসিবাদী শক্তিসহ ‘অনেকেই এই পরিস্থিতির সুযোগ নিতে তৎপর রয়েছে, কেউ কেউ ঘর পোড়ার মধ্যে আলু পোড়া দিতে বসে আছে। তাদের লক্ষ্য আমাদের গণ অভ্যুত্থান ও অন্তর্বর্তী সরকার ব্যর্থ করে দেওয়া।
তিনি বলেন, প্রজ্ঞা ও দূরদর্শিতার অভাবে সরকারও নিজেকে ব্যর্থ করে তুলছে। রাজনৈতিক দল ও জনগণের অভূতপূর্ব সমর্থনের সরকার বিস্ময়করভাবে নিজেদের দুর্বল ও অকার্যকরী করে তুলছে। তিনি বলেন, সরকার নিজের নিরপেক্ষতা নিশ্চিত করতে না পারলে জাতীয় নির্বাচনও বড় ঝুঁকির মধ্যে পড়ে যাবে। তিনি বিচার ও সংস্কারের ধারায় ফেব্রুয়ারিতে সরকারকে জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিতে সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, রাজনৈতিক দলসমূহের মধ্যকার রাজনৈতিক প্রতিযোগিতা যাতে হিংসাশ্রয়ী বৈরিতায় পর্যবসিত না হয় সে ব্যাপারে সবাইকে সতর্ক থাকতে হবে।