সংলাপের মাধ্যমে জাতিকে বিভক্ত করে নাটক করা হচ্ছে বলে মন্তব্য করেছেন রওশন এরশাদের নেতৃত্বাধীন জাতীয় পার্টির মহাসচিব কাজী মো. মামুনুর রশিদ। তিনি বলেন, বাংলাদেশের রাজনীতিতে বিএনপি, আওয়ামী লীগ ও জাতীয় পার্টি প্রধান তিনটি দল, যাদের জনভিত্তি আছে। এই তিন দলের কাউকে বাদ দিয়ে কোনো ধরনের সংলাপ কিংবা দেশ গঠন সম্ভব নয়। গতকাল এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে সংলাপের নামে যেসব দলের সঙ্গে বৈঠক করছে তাদের অধিকাংশের রাজনৈতিক কোনো ভিত্তি নেই, অনেকে নবাগত।
এ সংলাপ সময়ক্ষেপণ ছাড়া আর কিছুই নয়। তাই দেশবাসী মনে করে সংলাপের নামে নাটক করা হচ্ছে। বাংলাদেশের রাজনৈতিক সংকট আরও ঘনীভূত হচ্ছে। ফলে দেশ আজ গৃহযুদ্ধের মুখোমুখি দাঁড়িয়ে।
কাজী মামুন বলেন, সরকারের উচিত ছিল সব রাজনৈতিক দলকে একত্রিত করে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের ব্যবস্থা করা। কিন্তু তা না করে তারা সংলাপ ও সংস্কারের নামে সময়ক্ষেপণ করেছে, যা দেশকে গভীর সংকটের দিকে নিয়ে যাচ্ছে।