রাজশাহী শিক্ষা বোর্ডে এ বছর ১২টি স্কুল এসএসসি পরীক্ষায় শিক্ষার্থী পাঠিয়েছে ১০ জনের নিচে। আবার কোনো স্কুলের একজন পরীক্ষার্থীও ছিল। রাজশাহী জেলার বিভিন্ন উপজেলার এসব স্কুলের মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৭৪ জন। এর মধ্যে ফেল করেছে ৩০ জন। আর পাস করেছে বাকি ৪৪ জন। মফস্বল এলাকার স্কুলগুলোর শ্রেণিকক্ষে কমপক্ষে ৩০ জন করে শিক্ষার্থী থাকার নিয়ম থাকলেও তা সম্ভব হয়নি। এর কারণ হিসেবে শিক্ষকরা বলছেন, বাল্যবিয়ে ছাড়াও বিভিন্ন কারণে স্কুলমুখী করা যাচ্ছে না শিক্ষার্থীদের। এ নিয়ে শিক্ষার্থীদের অভিভাবকদেরও উদাসীনতা আছে। শিক্ষা বোর্ড সূত্র বলছে, এ বছর রাজশাহী শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত এসএসসি পরীক্ষায় ২ হাজার ৬৯০টি স্কুলের শিক্ষার্থীরা পরীক্ষায় অংশ নেয়। শতভাগ পাস করেছে এমন স্কুলের সংখ্যা ৯৯টি। স্কুলগুলোর এসএসসির ফলাফল বিশ্লেষণ করে দেখা গেছে, মোট পাসের হার ৫৯ দশমিক ৪৫ শতাংশ। এর মধ্যে গার্লস স্কুলগুলোর পাসের হার (ছাত্রী) ৫৬ দশমিক ৩৬ শতাংশ এবং উচ্চবিদ্যালয় ও একটি মডেল স্কুলগুলোর ছাত্রদের পাসের হার ৬৮ দশমিক ৪২ শতাংশ। তবে ছাত্রীদের তুলনায় ছাত্রদের পাসের হার বেশি। অপরদিকে, এসএসসি পরীক্ষায় অংশ নেওয়া স্কুলগুলোর মধ্যে আটটি গার্লস স্কুল। এসব গার্লস স্কুল থেকে ৫৫ জন ছাত্রী পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে ৩১ জন পাস করেছে। তিনটি উচ্চবিদ্যালয় ও একটি মডেল স্কুল থেকে ১৯ জন পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে ১৩ জন পাস করেছে। শুধু সরেরহাট গার্লস হাই স্কুল থেকে এক ছাত্রী জিপিএ-৫ পেয়েছে। রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক আ ন ম মোফাখখারুল ইসলাম বলেন, স্কুলে শিক্ষার্থী কম থাকলেও পরীক্ষায় অংশ নিতে পারবে। তবে তিন বছর পরপর স্বীকৃতি নবায়ন হয় স্কুলের। শিক্ষার্থী কম থাকলে স্বীকৃতি নবায়ন প্রশ্নের মুখে পড়বে। অনেক সময় বিভিন্ন প্রভাব খাটিয়ে স্কুল তৈরি করে। কিন্তু শেষ পর্যন্ত শিক্ষার্থী সংকটে ভোগে। আসলে স্কুলের দরকারই নেই। তবুও স্কুল হয়েছে। শুধু বেশি শিক্ষাপ্রতিষ্ঠান হয়ে লাভ কী মানসম্মত শিক্ষাপ্রতিষ্ঠান না হলে।
শিরোনাম
- টাইব্রেকারে স্পেনকে হারিয়ে ইউরোপ চ্যাম্পিয়ন ইংল্যান্ড
- গিল, সুন্দর ও জাদেজার সেঞ্চুরিতে ভারতের রোমাঞ্চকর ড্র
- দুই তরুণের গোলে জয় দিয়েই প্রাক মৌসুম প্রস্তুতি শুরু বার্সার
- ঢাকাসহ ৯ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা
- ৫ কোটি রুপির মামলায় জড়ালেন ভারতীয় অলরাউন্ডার
- পুলিশের ঊর্ধ্বতন ২০ কর্মকর্তাকে বদলি
- ছাত্ররা দুর্নীতির কাছে আত্মসমর্পণ করেছে : মেজর হাফিজ
- মেয়েকে চার বছর ধরে বন্দী, ইনজেকশন দিয়ে ঘুম পাড়িয়ে রাখতেন বাবা
- নির্বাচন যত বিলম্ব হবে, আধিপত্যবাদী শক্তি ততই ষড়যন্ত্রের জাল বিস্তার করবে : প্রিন্স
- ঘরের মাঠে অনুকূল উইকেটের বদলে চ্যালেঞ্জিং পিচে খেলা জরুরি : নান্নু
- ব্র্যাডম্যান-গাভাস্কারের পাশে গিল
- চিত্রনায়ক জসিমের ছেলে সংগীত শিল্পী রাতুল আর নেই
- গোপালগঞ্জে চুরির অভিযোগে কারারক্ষী গ্রেফতার
- যৌথ বাহিনীর অভিযানে মাদকসহ মহিলা লীগ নেত্রী গ্রেফতার
- এক ব্যক্তির সর্বোচ্চ ১০ বছর প্রধানমন্ত্রিত্বের পক্ষে বিএনপি : সালাহউদ্দিন
- নৈশপ্রহরীর মাথায় অস্ত্র ঠেকিয়ে ও হাত-পা বেঁধে ডাকাতি, গ্রেফতার ২
- স্বাস্থ্যখাতের টেকসই সংস্কারে অন্তর্বর্তী সরকার বদ্ধপরিকর : প্রধান উপদেষ্টা
- মেহেরপুরে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ৪
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের পোষ্য শিক্ষাবৃত্তি পেলেন ১৬৭ জন শিক্ষার্থী
- বগুড়ায় ট্রেনের ধাক্কায় মেরিন ইঞ্জিনিয়ারের মৃত্যু
রাজশাহী
শিক্ষার্থী সংকটে রাজশাহীর স্কুল
১২ স্কুল থেকে এসএসসি দিয়েছে মাত্র ৭৪ শিক্ষার্থী
নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর