বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বিগত দিনে ক্যাপিটাল মার্কেটকে লুটপাটের মাধ্যমে মেরে ফেলা হয়েছে। আগামীতে ক্যাপিটাল মার্কেট আবার ঘুরে দাঁড়াবে আশা প্রকাশ করে বিনিয়োগকারীদের সচল থাকার আহ্বান জানিয়েছেন তিনি। গতকাল চট্টগ্রামের একটি হোটেলে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। অপারেশনাল ফ্রেমওয়ার্ক অব কমোডিটি ডিরাইভেটিভস মার্কেট অ্যান্ড ইটস বিজনেস প্রসপেক্টস’ শীর্ষক ওয়ার্কশপে আরও ছিলেন- সিএসইর চেয়ারম্যান একেএম হাবিবুর রহমান, মেজর (অব.) এমদাদুল ইসলাম, নাজনীন সুলতানা প্রমুখ।
মোহাম্মদ আকতার পারভেজ, সাবেক সিএসই পরিচালক এবং বি রিচ লি. এর চেয়ারম্যান শামসুল ইসলাম, সিএসইর ব্যবস্থাপনা পরিচালক এম সাইফুর রহমান মজুমদার।
আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, আমাদের ক্যাপিটাল মার্কেট ডেভেলপ করতে হবে। যেমন কমোডিটি এক্সচেঞ্জ। এর আবার অনেক প্রোডাক্ট আছে। মার্কেটের গভীরতা তৈরি করতে না পারলে ইনভেস্টমেন্ট বেশি আসার সুযোগ থাকবে না। গ্লোবাল ইনভেস্টররা অনেক বিনিয়োগ নিয়ে বসে আছে। তাদের আমাদের মার্কেটে আনতে হবে।
চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের প্রতিষ্ঠাতা সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরী আরও বলেন, আমাদের স্টক এক্সচেঞ্জগুলোর ক্যাপাসিটি বিল্ডিং ও ট্রান্সপারেন্সি গুরুত্বপূর্ণ। ক্যাপিটাল মার্কেট ঘুরে দাঁড়াবে।
কর্মশালায় বক্তারা বলেন, আন্তর্জাতিক বাণিজ্যের সঙ্গে তাল মিলিয়ে বাংলাদেশের বাজারেও কমোডিটি এক্সচেঞ্জ কার্যক্রম চালু হলে বিনিয়োগের সুযোগ ও বাজার গভীরতা বৃদ্ধি পাবে।