রাজধানীর বনানীর চতুর্থ শ্রেণির অফিস ক্লাবের সামনে মুখোশধারী দুর্বৃত্তের গুলিতে বক্ষব্যাধি হাসপাতালের চতুর্থ শ্রেণি কর্মচারী ইউনিয়নের সাবেক সেক্রেটারি জামাল হোসেন (৪০) গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়েছেন।
গত রাত সাড়ে ৯টা নাগাদ গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে আনা হলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক তাকে ওয়ান স্টপ ইমারজেন্সি সেন্টারে (ওসেক) রেফার্ড করেন।
জামাল হোসেন বক্ষব্যাধি স্টাফ কোয়ার্টারের মৃত মুন্নাফ আলীর ছেলে। জানা গেছে, আহত ব্যক্তি বক্ষব্যাধি হাসপাতালে স্টাফ হিসেবে কর্মরত আছেন। স্বজনরা জানিয়েছেন, তিনি বক্ষব্যাধি হাসপাতালের চতুর্থ শ্রেণি কর্মচারী ইউনিয়নের সাবেক সেক্রেটারি।
আহত জামাল হোসেনের ভাই সজল জানান, রাত সাড়ে আটটার দিকে স্টাফ কোয়ার্টার অফিসের সামনে দাঁড়িয়ে ছিল আমার ভাই। এ সময় মুখোশধারী দুই ব্যক্তি আমার ভাইকে চোখের ডান পাশে গুলি করে পালিয়ে যায়। খবর পেয়ে আমরা তাকে দ্রুত ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে আসি।