জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য এ টি এম আজহারুল ইসলাম বলেছেন, ‘জুলুম-নির্যাতন করে ইসলামি আন্দোলন দমিয়ে রাখা যায় না। মরহুম মাওলানা নিজামীর অপরাধ তিনি এ দেশে ইসলামি শাসনব্যবস্থাা কায়েম করতে চেয়েছিলেন। এজন্য দেশি ও আন্তর্জাতিক ষড়যন্ত্রে অন্যায়ভাবে জুডিশিয়াল কিলিংয়ে তাঁকে হত্যা করা হয়েছে। তাঁর হত্যার বদলা হিসেবে এ দেশে ইসলাম কায়েম হবেই ইনশাল্লাহ।’ ?গতকাল দুপুরে পাবনার সাঁথিয়ায় মাওলানা মতিউর রহমান নিজামীর কবর জিয়ারত শেষে দৌলতপুর ইমাম হোসেন একাডেমি মাঠে উপজেলা জামায়াতের প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
?সাঁথিয়া উপজেলা আমির মোকলেছুর রহমানের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য দেন পাবনা জেলা জামায়াতের আমির অধ্যাপক আবু তালেব ম ল, সাবেক আমির আবদুর রহীম, নায়েবে আমির প্রিন্সিপাল মাওলানা ইকবাল হোসাইন, সেক্রেটারি অধ্যাপক আবদুল গাফ্ফার খান, ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন, বেড়া উপজেলা জামায়াতের সাবেক আমির আবদুল বাছেত খান।