ছাড়ে কেনাকাটার এক সুবর্ণ সুযোগ নিয়ে রাজধানীর বসুন্ধরা সিটি শপিং মলে শুরু হয়েছে দুই সপ্তাহব্যাপী ‘ক্লিয়ারেন্স সেল ও ফ্যাশন ফেস্ট’। এতে অংশ নেওয়া প্রতিটি ব্র্যান্ডের পণ্যে থাকছে ভিন্ন ভিন্ন ছাড়। গতকাল বিকালে বসুন্ধরা সিটি ডেভেলপমেন্ট লিমিটেডের (বিসিডিএল) ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ক্যাপ্টেন (অব.) শেখ এহসান রেজা এই বিশেষ ক্যাম্পেইনের উদ্বোধন করেন। আয়োজন চলবে আগামী ৩ সেপ্টেম্বর পর্যন্ত। দুই সপ্তাহের এই ফেস্টে জনপ্রিয় ব্র্যান্ড আমিন জুয়েলার্স, ফ্রিল্যান্ড, ক্লাবহাউজ, ইনফিনিটি মেগা মল, মেন্স ওয়ার্ল্ড, ইরানি বোরখা বাজার, বে, মিনিসো ও বন্ড বিভিন্ন পণ্যে ১৫ থেকে ৭০ শতাংশ পর্যন্ত ছাড় দিচ্ছে।
উদ্বোধনী অনুষ্ঠানে শেখ এহসান রেজা বলেন, ‘বসুন্ধরা সিটি সব সময়ই নতুন ফ্যাশন ট্রেন্ডের সঙ্গে মানুষকে পরিচিত করতে এবং ক্রেতাদের জন্য বিশেষ সুবিধা দিতে চেষ্টা করে। শরতের এই উৎসবে একদিকে নতুন কালেকশন আসছে, অন্যদিকে আমাদের অংশগ্রহণকারী ব্র্যান্ডগুলোর পণ্যে থাকছে আকর্ষণীয় সব অফার।’
তিনি জানান, বিশেষ বিক্রয় কেন্দ্রটি বসুন্ধরা সিটির লেভেল-১ এর অ্যাট্রিয়ামে স্থাপন করা হয়েছে; যেখানে ক্রেতারা সহজেই নিজেদের পছন্দের জিনিসপত্র কিনতে পারবেন।
কেনাকাটা করতে আসা রাজধানীর কলাবাগানের তানভীর আহমেদ জানান, তিনি সব সময় এখানেই কেনাকাটা করেন। এখানে টগি ফান ওয়ার্ল্ডে বাচ্চাদের বিনোদনের ব্যবস্থা থেকে শুরু করে এক ছাদের নিচে সব পণ্য পাওয়া যায়। এর মধ্যে পছন্দের ব্র্যান্ড যদি অফার দেয় তাহলে কেনাকাটার আমেজ বহুগুণ বেড়ে যায়।