সিলেটের জকিগঞ্জে স্কুলছাত্রী দলবদ্ধ ধর্ষণ মামলার এক আসামিকে ঢাকা থেকে গ্রেপ্তার করেছে র্যাব। গতকাল আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে বুধবার রাত ১০টার দিকে ঢাকার সাভার থানার খাগান এলাকায় অভিযান চালিয়ে শাকের আহমদ (২৪) নামে ওই আসামিকে গ্রেপ্তার করা হয়।
শাকের জকিগঞ্জ উপজেলার মাইজগ্রামের আজাদ আহমদের ছেলে। র্যাব-৯-এর মিডিয়া অফিসার, অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করেছন।
মামলা সূত্রে জানা যায়, ২৬ জুলাই সকালে জকিগঞ্জ থানার বারহাল উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণির এক ছাত্রী বন্ধুর সঙ্গে স্থানীয় পরিত্যক্ত একটি ইটভাটায় বেড়াতে যায়। এ সময় কৌশলে সঙ্গের বন্ধুকে আটকে রেখে ওই স্কুলছাত্রীকে কয়েকজন ধর্ষণ করে। দলবদ্ধ ধর্ষণের ঘটনা ফাঁস না করার জন্য স্কুলছাত্রীকে ভয়ভীতিও দেখায় তারা।
প্রথমে ছাত্রীটি ভয়ে ঘটনাটি কাউকে জানায়নি। পরে অসুস্থ হয়ে পড়লে পরিবারের লোকজনকে জানায়। তখন পাঁচজনের নামোল্লেখ করে থানায় একটি মামলা হয়। আসামিদের গ্রেপ্তারে পুলিশ ছায়াতদন্ত শুরু করে।