‘শুভ কাজে সবার পাশে’ এ স্লোগান নিয়ে বসুন্ধরা শুভসংঘের আয়োজনে লক্ষ্মীপুরে মাদক, ইভটিজিং ও বাল্যবিবাহকে লাল কার্ড দেখাল ৫ শতাধিক শিক্ষার্থী। একই সঙ্গে কিশোর অপরাধ প্রতিরোধে সামাজিক আন্দোলনের ডাক দিয়ে কিশোর গ্যাংবিরোধী সমাবেশও করা হয়েছে। গতকাল বেলা ১১টার দিকে শহরের কলেজিয়েট উচ্চবিদ্যালয় মাঠে এ আয়োজন করা হয়।
এতে সংগঠনটির জেলা সভাপতি ও লক্ষ্মীপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম পাবেলের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন শুভ সংঘের উপদেষ্টা ও বাফুফের সহসভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপি। এ সময় আরও উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির প্রধান শিক্ষক খোদেজা বেগম, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মাহবুবুর রহমান মামুন, ছাত্রনেতা হাসান মাহমুদ ইব্রাহিম, শুভসংঘের সহসভাপতি সালমান হায়দার রাশেদ, সাধারণ সম্পাদক কাজল কায়েস, সহসাধারণ সম্পাদক মো. নিজাম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মো. রাসেল, ক্রীড়া সম্পাদক মো. গোলাম ছরোয়ার সেলিম, ইভেন্ট সম্পাদক কাজী আবদুর রহমান রাহাত, তথ্য সম্পাদক নজরুল ইসলাম তুহিন, ত্রাণ ও দুর্যোগব্যবস্থাপনা সম্পাদক নাহিদুল ইসলাম, স্বাস্থ্য ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক ফিরোজ আলম, সদস্য কিশোর কুমার দত্ত, দেলোয়ার হোসেন শিমুল, মো. কাউছার আহমেদ প্রমুখ।
সমাবেশে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, বসুন্ধরা শুভসংঘ সমাজ উন্নয়ন ও ইতিবাচক কর্মকাণ্ডের মাধ্যমে প্রসংশিত হচ্ছে। মাদক, বাল্যবিয়ে ও ইভটিজিং একটি সামাজিক ব্যাধি। কিশোর গ্যাং তথা কিশোর অপরাধ এখন বড় সমস্যা। সচেতনতামূলক এ সভায় লালকার্ড প্রদর্শনের মাধ্যমে সমাজ ইতিবাচক ও নৈতিবাচক ধারণা পেয়েছে। এ ছাড়া পড়ালেখার পাশাপাশি খেলাধূলার প্রতি আগ্রহী হওয়ার ওপর গুরুত্বারোপ করেন তিনি।