চট্টগ্রামের পটিয়ায় মিনিবাসের চাপায় এক পথচারী নারী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। গতকাল চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের ভেল্লাপাড়ায় এ দুর্ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিক হতাহতদের পরিচয় জানা যায়নি। স্থানীয়রা জানান, শহরমুখী মিনিবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে ভেল্লাপাড়ায় রাস্তার পাশে থাকা একটি বৈদ্যুতিক খুঁটিতে আঘাত করলে পথচারী ওই নারী চাকার নিচে পিষ্টে ঘটনাস্থলেই মারা যান।
পটিয়া হাইওয়ে থানা পুলিশ জানিয়েছে, আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। গাড়িটি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।