মক্তবের এক শিশুকে যৌন নিপীড়নের আপত্তিকর ভিডিও ভাইরাল হয়েছে এক মুয়াজ্জিনের। ভিডিও দেখে মৌলভি শরীফ উদ্দিন নামের ওই ব্যক্তিকে আটক করেছে পুলিশ। গতকাল বেলা ১১টার দিকে সিলেটের ওসমানীনগর থানার তাজপুর এলাকা থেকে পুলিশ তাকে আটক করে। মৌলভি শরীফ উদ্দিন কানাইঘাট উপজেলার সিঙ্গারীপাড়ের বাসিন্দা।
আটকের পর শরীফ উদ্দিন পুলিশকে জানিয়েছেন, ভিডিওটি ২০২২ সালের। তিনি মক্তবের এক মেয়ে শিশুকে যৌন হয়রানি করেন এবং আপত্তিকর ভিডিওটি নিজেই ধারণ করেছিলেন। তিনি জানান, ওই সময় তিনি সিলেটের গোয়াইনঘাট উপজেলার নন্দিরগাঁও ইউনিয়নের একটি মসজিদের মুয়াজ্জিন ছিলেন। তিনি মক্তবে শিশুদের আরবি শিক্ষা দিতেন। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গেছে, শরীফ উদ্দিন মক্তবের এক মেয়ে শিশুকে তার রুমে ডেকে নিয়ে যৌন হয়রানি করছেন। বুধবার রাতে ভিডিওটি ভাইরাল হলে গতকাল সকালে পুলিশ তাকে আটক করে।
কানাইঘাট থানার ওসি মো. আবদুল আউয়াল জানান, ভিডিও ভাইরাল হওয়ার পর থেকেই শরীফ উদ্দিন পলাতক ছিলেন। বুধবার রাতে তার গ্রামের বাড়ি সিঙ্গারীপাড়ায় অভিযান চালায় পুলিশ। কিন্তু তাকে পাওয়া যায়নি। পরে ওসমানীনগর থানা পুলিশের সহযোগিতায় তাকে তাজপুর এলাকা থেকে আটক করা হয়।