টানা চতুর্থবারের মতো সুপারব্র্যান্ডস বাংলাদেশ ২০২৫-২৬ অ্যাওয়ার্ড পেয়েছে বসুন্ধরা পেপার ও বসুন্ধরা এলপি গ্যাস। একই সঙ্গে টানা তৃতীয়বারের মতো এ সম্মান অর্জন করেছে বসুন্ধরা টিস্যু ও বসুন্ধরা ডায়াপ্যান্ট। বসুন্ধরা পেপার, টিস্যু ও ডায়াপ্যান্ট শুধু বাজারে প্রতিযোগিতার শীর্ষে নয় বরং বাংলাদেশের সাধারণ মানুষের জীবনধারায় ইতিবাচক পরিবর্তন এনেছে। এই ব্র্যান্ডগুলো ঘরের সুরক্ষা, স্বাচ্ছন্দ্য এবং স্বাস্থ্যকর অভ্যাসের মান বৃদ্ধি করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
রাজধানীর একটি অভিজাত হোটেলের গ্র্যান্ড বলরুমে শনিবার রাতে আয়োজিত এক গালা ইভেন্টে সুপারব্র্যান্ডস বাংলাদেশ ২০২৫-২৬ এ সম্মাননা প্রদান করা হয়। ব্র্যান্ডগুলোর পক্ষ থেকে এ সম্মাননা পুরস্কার গ্রহণ করেন সাফওয়ান বসুন্ধরা গ্লোবাল-এর সিনিয়র ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মোস্তাফিজুর রহমান, চিফ সেলস অফিসার মোহাম্মদ মাসুদুর রহমান, চিফ হিউম্যান রিসোর্সেস অফিসার ইমরান বিন ফেরদৌস, হেড অব মার্কেটিং মোহাম্মদ আলাউদ্দিন, জেনারেল ম্যানেজার (সেলস-টিস্যু) কাজী ইমদাদুল হক এবং বসুন্ধরা এলপি গ্যাসের হেড অব সেলস অ্যান্ড মার্কেটিং মো. রেদোয়ানুর রহমান, চিফ ফিন্যান্সিয়াল অফিসার বেলাল হোসেন, এজিএম সেলস মো আতাউর রহমান, এজিএম সেলস নূর কুতুব উল আলম এবং ব্র্যান্ড ম্যানেজার মাসুম বিল্লাহ প্রমুখ উপস্থিত ছিলেন।
‘সুপারব্র্যান্ডস’ যুক্তরাজ্যভিত্তিক একটি আন্তর্জাতিক সংস্থা, যারা বিশ্বের ৯০টিরও বেশি দেশে শীর্ষ ব্র্যান্ডগুলোকে তাদের আস্থা, গ্রহণযোগ্যতা ও উৎকর্ষের ভিত্তিতে সম্মাননা প্রদান করে থাকে। বাংলাদেশে এ পুরস্কার দেশের সবচেয়ে বিশ্বস্ত ও সম্মানজনক ব্র্যান্ডগুলোকে প্রদান করা হয়। সানভীর বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান সাফিয়াত সোবহান সানভীর এ অর্জনকে বসুন্ধরা এলপি গ্যাসের সব কর্মকর্তা, শুভানুধ্যায়ী ও ভোক্তাদের জন্য উৎসর্গ করেছেন।
বসুন্ধরা এলপি গ্যাসের হেড অব সেলস অ্যান্ড মার্কেটিং মো. রেদোয়ানুর রহমান এ অর্জনে সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক অভিনন্দন জানিয়ে বলেন, গ্রাহক, পরিবেশক, খুচরা বিক্রেতা, কর্মকর্তা এবং শুভানুধ্যায়ীদের অবিচল আস্থা ও সহযোগিতার কারণেই বসুন্ধরা এলপি গ্যাস বারবার এ ধরনের আন্তর্জাতিক স্বীকৃতি অর্জন করছে। তিনি জানান, সুপারব্র্যান্ডস পুরস্কারের পাশাপাশি বসুন্ধরা এলপি গ্যাস টানা পাঁচ বছর ‘বেস্ট ব্র্যান্ড অ্যাওয়ার্ড’ অর্জন করেছে; যা দেশের এলপিজি খাতে তাদের নেতৃত্ব ও শ্রেষ্ঠত্বকে আরও সুদৃঢ় করেছে।