কাশফুলের স্নিগ্ধতায় প্রকৃতিতে শরতের রূপসুষমা ফুটে ওঠে। শুভ্রতার সাজে ভিন্ন এক সুষমায় রূপসী বাংলা। নগরের বাসিন্দাদের সামনে সেই সুষমা তুলে ধরতে রাজধানীতে শরৎ উদ্যাপন করেছে ষড়ঋতু উদ্যাপন জাতীয় পর্ষদ। গতকাল সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের বকুলতলায় অনুষ্ঠিত হয় বর্ণাঢ্য এই আসর। কথামালা, কবিতা, গান ও নৃত্য দিয়ে সাজানো ছিল আসরটি। এতে উপস্থিত ছিলেন বাংলা একাডেমির মহাপরিচালক মোহাম্মদ আজম, পিআইবির মহাপরিচালক ফারুক ওয়াসিফ, নজরুল ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক লতিফুল ইসলাম শিবলী প্রমুখ। উদ্বোধনী পর্বে সভাপতিত্ব করেন ষড়ঋতু উদ্যাপন জাতীয় পর্ষদের আহ্বায়ক এহসান মাহমুদ। স্বাগত বক্তব্য দেন পর্ষদের সদস্যসচিব দীপান্ত রায়হান। বক্তারা বলেন, বাংলার সাহিত্য ও শিল্পকলার মূল শক্তি প্রকৃতি। ষড়ঋতুকে উদ্যাপন মানে আমাদের সৃজনশীল ঐতিহ্যকে পুনর্জাগরিত করা। অনুষ্ঠানে গান পরিবেশন করেন কোহিনুর আক্তার গোলাপী ও সাগর বাউলের দল। নৃত্য পরিবেশন করেন প্রিয়াঙ্কা প্যারিস। পাশাপাশি কবিরা তাঁদের স্বরচিত কবিতা পাঠ করে শ্রোতাদের মুগ্ধ করেন।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, ষড়ঋতু উদ্যাপন জাতীয় পর্ষদ ভবিষ্যতে প্রতিটি ঋতুতে ধারাবাহিকভাবে এ ধরনের উৎসব আয়োজন করবে।