জাতীয়তাবাদী তাঁতী দলের আহ্বায়ক আবুল কালাম আজাদ বলেছেন, তারেক রহমানের ঘোষিত বিএনপির ৩১ দফা কর্মসূচি মানুষের কাছে পৌঁছে দিতে হবে। এই ৩১ দফাই আগামীর রাষ্ট্র গঠনের মূল ভিত্তি। আদাবর থানা তাঁতী দলের উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শপথ গ্রহণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
আবুল কালাম আজাদ আরও বলেন, বিএনপি শুধু একটি রাজনৈতিক দল নয়, এটি মানুষের অধিকার পুনরুদ্ধারের আন্দোলন। আমাদের প্রতিটি নেতা-কর্মীকে ঘরে ঘরে, মানুষের কাছে ৩১ দফার বার্তা পৌঁছে দিতে হবে। আগামী দিনের বাংলাদেশ হবে গণতন্ত্র, উন্নয়ন ও ন্যায়ের বাংলাদেশ। তিনি বলেন, আগামী ফেব্রুয়ারিতে একটি নিরপেক্ষ সরকারের অধীনে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা না করলে আবারও দেশবাসী গর্জে উঠবে। পরে তিনি নেতা-কর্মীদের শপথবাক্য পাঠ করান। এ সময় আরও বক্তব্য রাখেন মজিবুর রহমান, মঞ্জুর মোরশেদ চৌধুরী, মো. ইউসুফ, শামসুন নাহার, এম এ হান্নান খান, হানিফ খান, কামাল হোসেন সরকার প্রমুখ।