আগের দিন উত্থান হলেও আবারও দরপতন হয়েছে শেয়ারবাজারে। গতকাল সপ্তাহের তৃতীয় দিনে লেনদেনের শুরুতে বড় উত্থান প্রবণতা দেখা যায়। কিন্তু দিনশেষে দরপতন হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া বেশিসংখ্যক প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম কমার পাশাপাশি সবকটি মূল্যসূচক কমেছে। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) দাম কমেছে বেশিসংখ্যক প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের। দিনের লেনদেন শেষে ডিএসইতে সব খাত মিলিয়ে দাম বেড়েছে ১০৫টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের। বিপরীতে দাম কমেছে ২৩৩টির। আর ৫৮টির দাম অপরিবর্তিত রয়েছে। ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ৩০ পয়েন্ট কমে ৫ হাজার ১৯৭ পয়েন্টে দাঁড়িয়েছে। সবকটি মূল্যসূচক কমলেও ডিএসইতে লেনদেনের পরিমাণ কিছুটা বেড়েছে। বাজারটিতে লেনদেন হয়েছে ৬০৬ কোটি ৪২ টাকা। আগের কার্যদিবসের তুলনায় লেনদেন বেড়েছে ৭৬ কোটি ৪২ লাখ টাকা।
লেনদেনের শীর্ষে ছিল ওরিয়ন ইনফিউশনের শেয়ার। ৪৭০ টাকা থেকে বেড়ে ৫১১ টাকা ১০ পয়সায় কোম্পানিটির ৩০ কোটি ৩১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। দ্বিতীয় স্থানে খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগের শেয়ার লেনদেন হয়েছে ২৬ কোটি ৮৪ লাখ টাকার। ২৫ কোটি ৫৬ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে রয়েছে ডমিনেজ স্টিল বিল্ডিং। সিএসইর সার্বিক মূল্যসূচক সিএএসপিআই কমেছে ৫৪ পয়েন্ট। বাজারটিতে লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানের মধ্যে ৭৪টির দাম বেড়েছে। বিপরীতে দাম কমেছে ১০৮টির এবং ২৫টির দাম অপরিবর্তিত রয়েছে। লেনদেন হয়েছে ১৫ কোটি ৮২ লাখ টাকা। আগের কার্যদিবসে লেনদেন হয় ১৯ কোটি ৬৩ লাখ টাকা।