বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, সত্যিকারের স্বাধীনতা অর্জিত হয়েছে ৭ নভেম্বর। গতকাল রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ‘ঐতিহাসিক ৭ নভেম্বর : জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি সুলতান আহমেদ রাহী। রিজভী বলেন, তিনিই স্বাধীনতার একজন বংশীবাদক, যিনি উদ্যম, নির্ভয় এবং সাহসিকতার সঙ্গে স্বাধীন সংগ্রাম ও যুদ্ধ পরিচালনা করেন। তিনি ছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। কোনো ধরনের দ্বিধা নেই, শঙ্কা নেই, কোথায় কে আছে, তার কোনো খবর নেই। চট্টগ্রাম কালুরঘাট থেকে ঘোষণা দিলেন- ‘আমি মেজর জিয়া বলছি, আমি স্বাধীনতার ঘোষণা করছি’। বিএনপির এই নেতা বলেন, ফ্যাসিবাদ যেখানে বিকাশ লাভ করে, সেখানে গণতন্ত্র থাকে না। এমনকি ফ্যাসিজমের বিষাক্ত ছোবলে যখন গণতান্ত্রিক প্রতিষ্ঠান, নির্বাচন, সংবাদপত্র, মত প্রকাশের স্বাধীনতা আক্রান্ত হয়, তখন শিক্ষাপ্রতিষ্ঠানও আক্রান্ত হয়। শেখ হাসিনার ফ্যাসিজম একনায়েক তন্ত্রের চেয়েও বহুগুণ খারাপ ছিল। ফলে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো চরম আক্রান্ত ছিল।