চীনের হুবেই প্রদেশের উহানে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেলেন আরও এক চিকিৎসক। শিয়া সিসি নামে ২৯ বছর বয়সী ওই নারী চিকিৎসক গত ১৯ জানুয়ারি থেকে চিকিৎসাধীন ছিলেন। স্থানীয় সময় রবিবার সকাল সাড়ে ৬টার দিকে মারা যান তিনি।
মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়, শিয়া সিসি উহানের শিয়েহে জিয়াংবেই হাসপাতালে কর্মরত ছিলেন। ভাইরাসে আক্রান্ত হওয়ার পর অবস্থার অবনতি হলে তাকে উহান বিশ্ববিদ্যালয়ের ঝংনান হাসপাতালে স্থানান্তর করা হয়। মৃত্যুর আগ পর্যন্ত তিনি সেখানেই চিকিৎসাধীন ছিলেন।
দ্যা ইউনিয়ন জিয়াংবেই হাসপাতাল কর্তৃপক্ষ শিয়া সিসির মৃত্যুতে শোক প্রকাশ করেছে ও তার পরিবারের প্রতি সমবেদনে জানিয়েছে।
এর আগে গত বৃহস্পতিবার উহানে পেং ইনহুয়া নামে এক চিকিৎসক করোনাভাইরাস আক্রান্ত হয়ে মারা যান।
বিডি প্রতিদিন/আরাফাত