২৪ ফেব্রুয়ারি, ২০২০ ১৬:১২

করোনাভাইরাসে ইরানে ৫০ জনের মৃত্যু

অনলাইন ডেস্ক

করোনাভাইরাসে ইরানে ৫০ জনের মৃত্যু

ইরানের কোমে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কমপক্ষে ৫০ জনের মানুষের মৃত্যু হয়েছে। দেশটির আধা সরকারি সংবাদ সংস্থা ইরানিয়ান লেবার নিউজ এজেন্সির (ইলনা) বরাত দিয়ে সোমবার এ তথ্য জানিয়েছে দ্য গার্ডিয়ান।

ইরান সরকার আনুষ্ঠানিকভাবে করোনা আক্রান্ত হয়ে মৃত্যুর যে সংখ্যা জানিয়েছিল এই সংখ্যা তার চেয়ে চারগুণ বেশি। দেশটির রাষ্ট্রায়ত্ত টিভির প্রতিবেদন অনুযায়ী, কয়েক ঘণ্টা আগে দেশটির সরকারি কর্মকর্তারা জানান, করোনা সংক্রমিত হয়ে ১২ জনের মৃত্যু হয়েছে। এছাড়া প্রাণঘাতী এই ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা এখন ৪৭ জন।

কোমের এক কর্মকর্তা বলেছেন, গত ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত ৫০ জন করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন। তবে ইরান সরকারিভাবে গত ১৯ ফেব্রুয়ারি প্রথম কোনো করোনা আক্রান্ত রোগীর মৃত্যুর কথা জানায়। শহরে আড়াই শতাধিক মানুষকে কোয়ারেন্টাইন (একাকি নির্জন স্থানে) করে রাখা হয়েছে বলেও তিনি জানান।


বিডি-প্রতিদিন/মাহবুব

সর্বশেষ খবর