২৬ ফেব্রুয়ারি, ২০২০ ১৯:১৬

করোনায় ফ্রান্সে প্রথম মৃত্যু

অনলাইন ডেস্ক

করোনায় ফ্রান্সে প্রথম মৃত্যু

ফ্রান্সে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৬০ বছর বয়সী একজনের মৃত্যু হয়েছে। করোনায় মৃত্যুর ঘটনায় ফ্রান্সে মৃত্যুর এই ঘটনা এটাই প্রথম। খবর সিএনএনের। বুধবার ফ্রান্সের স্বাস্থ্য বিষয়ক কর্তৃপক্ষের মহাপরিচালক জেরোম সালমন বলেন, পিটি সালপেটেরি হাসপাতালে ৬০ বছর বয়সী এক বৃদ্ধ মারা গেছেন। করোনায় আক্রান্ত হয়ে এটি ফ্রান্সে প্রথম কোনো মৃতের খবর।

তিনি আরও বলেন, এছাড়াও পৃথক দুই জায়গায় আরও দুজন করোনায় (কোভিড-১৯) আক্রান্ত হয়েছেন। এদের একজন হলেন ৫৫ বছর বয়সী ফ্রান্সের নাগরিক, তিনি আমেইনে এক হাসপাতালে চিকিৎসাধীন। তার অবস্থা আশঙ্কাজনক। স্ট্র্যসবার্গে ৩৬ বছর বয়সী ফ্রেন্স নাগরিক করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। তিনি এর আগে ইতালির একটি অঞ্চল  লোম্বার্ডিতে ছিলেন, সেখানে ২৫০ এর বেশি মানুষ করোনায় আক্রান্ত ছিলেন।

বিডি প্রতিদিন/আল আমীন

 

সর্বশেষ খবর